শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫২

মতলব উত্তরে বিএনপির উঠোন বৈঠক

দেশের যে কোনো ক্রান্তিকালে জনগণের পাশে থাকবে বিএনপি

---------------তানভীর হুদা

মাহবুব আলম লাভলু।।
দেশের যে কোনো ক্রান্তিকালে জনগণের পাশে থাকবে বিএনপি
মতলব উত্তরে গজরা ইউনিয়নে বিএনপির উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তানভীর হুদা।

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল হুদার জ্যেষ্ঠ পুত্র, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বিএনপি জনগণের দল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ আগস্টের পর থেকে বিএনপির প্রতিটি নেতা-কর্মী জনগণের পাশে রয়েছে এবং দেশের যে কোনো ক্রান্তিকালে জনগণের পাশে থাকবে বিএনপি। তিনি বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। বিএনপি জনগণের পাশে থেকে সে দায়িত্ব পালন করবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) মতলব উত্তর উপজেলার গজরা গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এক বছর আগে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে। গত ১৭ বছর তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে। এখনো বিদেশের মাটিতে বসে নানান ষড়যন্ত্র করছে। বিএনপি হচ্ছে এ দেশের সবচেয়ে জনপ্রিয় দল। হামলা, মামলা, নির্যাতন সহ্য করেও তৃণমূল নেতা-কর্মীরা দল ছাড়েনি। তাই ক্ষমতায় এলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

তানভীর হুদা বলেন, সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করুন। কারণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল। তাই সাধারণ মানুষকে কষ্ট দেয় এমন কোনো কাজ করা যাবে না। তৃণমূল পর্যায়ে যার জনপ্রিয়তা বেশি তাকেই দল মনোনয়ন দেবে। তবে মনে রাখবেন, তারেক রহমানের নির্দেশই আমার সিদ্ধান্ত। দল যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে মাঠ গরম করছে। অথচ নিজেরাই জানে না পিআর কী! সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে বরং জনগণের ভোটের ওপর আস্থা রাখতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দীন খান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজী, বিএনপি নেতা আলী আরশাদ তপন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন মাস্টার, ইউনিয়ন বিএনপির সদস্য মালু মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়