শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৯

চান্দ্রায় ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে শেখ ফরিদ আহমেদ মানিক

এই এলাকায় যেনো কোনো মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর সৃষ্টি না হয়

অনলাইন ডেস্ক
এই এলাকায় যেনো কোনো মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর সৃষ্টি না হয়
চান্দ্রা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : ইয়াসিন ইকরাম।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

উদ্বোধনকালে তিনি তাঁর বক্তব্যে বলেন, এ ইউনিয়নটি হচ্ছে বিএনপির ঘাঁটি। ফ্যাসিবাদের রক্তচক্ষুকে চান্দ্রার জনগণ কোনোদিন ভয় পায় নি। জেলা বিএনপি এ ইউনিয়নটির প্রতি কৃতজ্ঞ। নির্বাচনের সঠিক তারিখ কবে নির্বাচন কমিশনের কাছে জানতে চাই। নব্য কিছু দল, যারা আমাদের সাথে ছিলো তারা ভোট প্রতিরোধের জন্যে বলছে। বুঝতে হবে তারাই আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে চলেছে। যারা ভোট প্রতিহতের ডাক দেয়, তারা আওয়ামী লীগের সাথে এক।

তিনি আরো বলেন, এই এলাকার উন্নয়নের জন্যে মানুষের ঘরে ঘরে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। এই এলাকায় যেনো কোনো মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর সৃষ্টি না হয়। কেউ যদি এ সমস্ত অপকর্মের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। বিএনপির কোনো নেতাকর্মী যদি অন্যায় করে তাদের ছাড় দেওয়া হবে না।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরা চৌধুরী ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।

ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন মিন্টু মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল, ইউনিয়নের উপদেষ্টা ইউসুফ গাজী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুনায়েদ উল্লাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ,

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাকন গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আউয়াল জমাদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মিজি, চান্দ্রা ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মোহাম্মদ ফারুক আখন সাব্বির আহমেদ, কোষাধ্যক্ষ খোরশেদ আলম মিন্টু শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী সহ ইউনিয়ন বিএনপি ও অংশ সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়