শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫১

মতলব উত্তরে হানিরপাড় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

---বিএনপি নেতা আলমগীর সরকার

মাহবুব আলম লাভলু।।
মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই
মতলব উত্তরে হানিরপাড় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে ক্রেস্ট প্রদান করছেন বিএনপি নেতা আলমগীর সরকার।

মতলব উত্তর উপজেলার হানিরপাড় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। প্রধান আলোচক ছিলেন ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান।

কলাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপি সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খায়রুল হাসান বেনু ও ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী।

আলমগীর সরকার বলেন, বর্তমান যুগে খেলাধুলার খুব বেশি প্রয়োজন। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অনন্য ভূমিকা রাখে। ফুটবল বা ক্রিকেট আয়োজন থাকলে যুবসমাজের মধ্যে ভালো সংস্কৃতি ফিরে আসবে। মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজ সামাজিক অপরাধে জড়িত হবে না।

তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা অনুশীলন করলে খেলোয়াড় তৈরি হবে। কারণ, ভালো খেলোয়াড় গ্রাম পর্যায় থেকেই তৈরি হয়। গ্রাম থেকে উঠে আসা খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলে থাকে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ ধরনের খেলাধুলার আয়োজন হয়নি। তরুণ প্রজন্ম খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেনি। আমরা চাই খেলাধুলা প্রতিটা পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ুক। এতে করে যুবসমাজ সঠিকভাবে বিকশিত হবে।

হানিরপাড় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে নয়াবাড়ি স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে পূর্ব হানিরপাড় একাদশকে পরাজিত করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়