শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ১৯:৪৬

নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচির প্রথমদিন

স্টাফ রিপোর্টার
নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচির প্রথমদিন

বিভিন্ন যানবাহন মালিকদের সাথে নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার।। নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন যানবাহন মালিকদের সাথে নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর শুক্রবার চাঁদপুর শহরের কর্ণার প্লাজায় নিসচার জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন

সংগঠনের উপদেষ্টা সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক এখন গণমানুষের দাবি। এ দাবি বাস্তবায়নে চাই আগে আমাদের সচেতনতা। আমরা সচেতন হলে দুর্ঘটনা কমে আসবে। রাস্তা পারাপারে ট্রাফিক আইন মেনে পথ চলতে হবে। তিনি আরো বলেন চাঁদপুর জেলা শহরে নিরাপদ সড়কের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মানুষের কল্যাণে কাজ করে চলছেন। আমার বিশ্বাস সড়কে শৃঙ্খলা ফেরাতে চাঁদপুরকে মাডেল করতে পারব।

জেলা সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, অন্যান্য যানবাহন মালিকদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন, আনোয়ার হোসেন, মোহাম্মদ হানিফ গাজী, মোঃ নুরুল ইসলাম, ওমর ফারুক, আবু তাহের, রুবেল বেপারী, নিসচার সহ-সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, সহ-সাধারণ সম্পাদক মুসাদ্দেক আল আকিব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচার সদস্য মোঃ আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন নিসচার সহ সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরহাদ আলম, শরিফুল ইসলাম, মোহাম্মদ নূর-ই- আলম, রহমত আলী রিপন ও রুবেল বেপারী এবং বিভিন্ন যানবাহনের মালিকগণ।

উল্লেখ্য, নিসচার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ছিল বিভিন্ন যানবাহন মালিকদের সাথে নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতামূলক সভা হয়েছে। দ্বিতীয় কর্মসূচি হলো আগামী ৯ অক্টোবর শনিবার সকাল ১১ টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও ডিসি অফিস সম্মুখে পথসভা, মাক্স বিতরণ ও ডিভাইডার স্থাপন। তৃতীয় কর্মসূচি ১৫ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় নিসচার কার্যালয়ে বিভিন্ন যানবাহন চালকদের প্রশিক্ষণ। চতুর্থ কর্মসূচি ২২ অক্টোবর শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের সাথে দিবস পালন এবং মরহুমা জাহানারা কাঞ্চন এর জন্য চিশতিয়া জামে মসজিদে ঐদিন বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠান। পঞ্চম দিনে ২৩ অক্টোবর শনিবার সকাল ১১টায় ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের নিরাপদ সড়ক বিষয়ে ক্যাম্পেইন। ষষ্ঠ দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে এবং নিরাপদ সড়ক বিষয়ে বিকেল ৪টায় সেমিনার চাঁদপুর প্রেসক্লাবের অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়