বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৬

গাছতলা দরবার শরীফের পীরজাদা ও বসুন্ধরা গ্রুপের প্রাক্তন পরিচালক খাজা এনায়েত উল্লাহ দুলাল আর নেই

শনিবার বাদ আসর গাছতলা দরবার শরীফে শেষ জানাজা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
গাছতলা দরবার শরীফের পীরজাদা ও বসুন্ধরা গ্রুপের প্রাক্তন পরিচালক খাজা এনায়েত উল্লাহ দুলাল আর নেই
খাজা এনায়েত উল্লাহ দুলাল

ঐতিহ্যবাহী চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফের স্বনামধন্য আওলাদ, বসুন্ধরা গ্রুপের প্রাক্তন পরিচালক এবং কসমিক গ্রুপের চেয়ারম্যান পীরজাদা খাজা এনায়েত উল্লাহ দুলাল আর বেঁচে নেই। তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টা ৪৫ মিনিটের সময় মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না- লিল্লাহে...…...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মরদেহ শুক্রবার বাংলাদেশে এসে পৌঁছবে। এরপর তিন দফা জানাজা শেষে গাছতলা দরবার শরীফের কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

খাজা এনায়েত উল্লাহ দুলাল হচ্ছেন গাছতলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুতুবুল এরশাদ, গাউছে জামান, কাইউমে জামান শাহসুফি খাজা আহমদ শাহ (র.)'র নাতি এবং পীরে কামেল আল্লামা হাফেজ খাজা আবুল খায়ের (র.)'র বড়ো ছেলে। এছাড়া তিনি ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল, আল্লামা সাইয়েদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-মাদানীর মামাতো ভাই এবং গাছতলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে কামেল আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরীর জেঠাতো ভাই।

মরহুমের প্রথম জানাজার নামাজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টায় ঢাকা শ্যামলী শাহী জামে মসজিদে এবং দ্বিতীয় জানাজা শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় বসুন্ধরা গ্র্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সর্বশেষ জানাজার নামাজ শনিবার বাদ আসর গাছতলা দরবার শরীফ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর দরবার শরীফ কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের শোক

আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব, ইসলামপুর গাছতলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরীর বড়ো ভাই (জেঠাতো ভাই), বসুন্ধরা গ্রুপের প্রাক্তন পরিচালক এবং কসমিক গ্রুপের চেয়ারম্যান পীরজাদা খাজা এনায়েত উল্লাহ দুলালের ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহসহ নেতৃবৃন্দ খাজা এনায়েত উল্লাহ দুলালের মৃত্যুতে শোক জানিয়ে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ পাক যেনো মরহুমকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন তাঁরা সে দোয়া করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়