প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮
বাখরপুরে ব্যাটারী চালিত অটোভ্যান উল্টে আহত ২
২৯ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে বেড়ীবাঁধ সুইচগেটের কাছে ব্যাটারী চালিত অটোভ্যান উল্টে গিয়ে দুইজন মারাত্মক আহত হন। ব্যাটারী চালিত অটোভ্যান চালক ছিলেন মোঃ নজরুল ইসলাম আখন। তিনি বাখরপুর গ্রামের বাসিন্দা। তিনি দুপুর প্রায় ২ ঘটিকার দিকে নিজবাড়ি হতে হাইমচর উপজেলার বাংলা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন তার ১০ বছরের ছোট্ট শিশুকে নিয়ে। জীবিকার তাগিদে ছোট্ট শিশুকে নিয়ে মালামাল বহনের জন্য যাচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী সিএনজি গাড়ী সাইড দিতে উল্টে গিয়ে গর্তে পড়ে যায়। আশেপাশের লোকজন দৌড়ে গিয়ে ভ্যান ড্রাইভার নজরুল এবং তার ছোট্ট ছেলেকে উদ্ধার করে এবং সাথে সাথে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। এতে নজরুল এবং তার ছোট্ট ছেলে মারাত্মকভাবে আহত হয়।
|আরো খবর
দুর্ঘটনার স্থানে উপস্থিত এলাকাবাসী বলেন, পেটের দায়ে এসব ব্যাটারী চালিত অটোরিস্কা, ভ্যান চালিয়ে হয়তো জীবিকা নির্বাহ করেন সাধারণ খেটে খাওয়া মানুষ। কিন্তু এসব ব্যাটারী চালিত যানবাহনে প্রতিদিনই ঘটছে মারাত্মক সড়ক দুর্ঘটনা।