প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১:৫৫
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও র্যালি

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশ আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সুলতান মাহমুদ।
তিনি বলেন, ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সে বাংলাদেশে আর কোনো নতুন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান হতে পারে না। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে প্রয়োজনীয় সংস্কার ও বিচার ছাড়া যেনতেন কোনো নির্বাচন করতে পারে না। নতুন বাংলাদেশের জন্যে যেভাবে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, ঠিক সেভাবে বৈষম্যহীন আগামীর বাংলাদেশের জন্যে আবার প্রয়োজনে রাজপথে নেমে আসবে।
প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাসেদসানী।
চাঁদপুর সদর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নাছিরুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমান।
ইসলামী ছাত্র আন্দোলনের সদর উপজেলা সাধারণ সম্পাদক হুসাইন বায়েজিদের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মো. আল আমিন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মো. হাবিবুর রহমান ও ইসলামী ছাত্র আন্দোলনের সদর উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মোত্তালেব।
সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিপণীবাগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।