শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০৪

নৌথানা পুলিশের সাঁড়াশি অভিযান

মেঘনায় ১৪ লাখ মিটার কারেন্ট জাল ও মাছ জব্দ

অনলাইন ডেস্ক
মেঘনায় ১৪ লাখ মিটার কারেন্ট জাল ও মাছ জব্দ

চাঁদপুর নৌ-সীমানার মেঘনা নদীতে নৌ পুলিশ সুপার কামরুজ্জামান নির্দেশে নৌ-থানা পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ১৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এছাড়া ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নৌ থানার রিচার্জ ইন্সপেক্টর মো জাহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় অসাধু জেলেরা জাটকা ইলিশ মাছ ধরার জন্য অবৈধ কারেন্ট জাল নদীতে পেতে রাখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও অবশেষে সেই জালগুলো নদী থেকে নৌ পুলিশ সুপার কামরুজ্জামান এর নির্দেশে নৌ থানা পুলিশ নদীতে অভিযান চালিয়ে জাল গুলো জব্দ করে।

নৌ থানা পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম জানান , সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসপি স্যারের নির্দেশে অভিযান পরিচালিত হয়। নৌ থানার এএসআই মেহেদী ও তোতা মিয়া সহ সঙ্গীয় ফোর্সসহ রাজরাজেশ্বর এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত ও ভাসমান অবস্থায় ১৪ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে। ৫কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে সেগুলো অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দ করা কারেন্ট জালের মূল্য প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকা।

জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে রাতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌ-পুলিশের এই অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়