শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৯

চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতির পিতা আবু তাহের মিয়াজী আর বেঁচে নেই

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতির পিতা আবু তাহের মিয়াজী আর বেঁচে নেই

চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক এর পিতা জনাব আবু তাহের মিয়াজী আর বেঁচে নেই। তিনি আজ ২৪ সেপ্টেম্বর ভোর ৪টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে এবং ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম জানান, জনাব আবু তাহের মিয়াজী গত কয়েক মাস যাবত বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।

দুপৃর ১২টায় তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তাতেও তাঁর জ্ঞান না ফেরায়, কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার বাদ জুম্মা গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নে বলশীদ গ্রামে মরহুমের জানাজার অনুষ্ঠিত হবে।

এদিকে সাহিত্য মঞ্চের সভাপতি, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের পিতার মৃত্যুতে চাঁদপুর সাহিত্য একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।

চাঁদপুর সাহিত্য একাডেমি'র শোক...

চাঁদপুরের তরুণ কবি ও অনুবাদ মাইনুল ইসলাম মানিকের পিতার ইন্তকালে সাহিত্য একাডেমি চাঁদপুর এর মহাপরিচালক কাজী শাহাদাত শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাহিত্য মঞ্চের শোক...

সুনামধন্য সাহিত্য সংগঠন সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের পিতার ইন্তেকালে গভীর শোক জানিয়েছে সাহিত্য মঞ্চ পরিবার। এক শোক বার্তায় সাহিত্য মঞ্চের সহ-সভাপতি মনিরুজ্জামান বাবলু ও সাধারণ সম্পাদক আশিক বিন রহিম বলেন, আমরা একজন অভিভাবক হারালাম। মরহুম আবু তাহের মিয়াজী সাহিত্য মঞ্চের প্রতিটি সদস্যকে নিজের সন্তানের মতোই স্নেহ-মমতা করতেন। আমরা সাহিত্য মঞ্চ পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সামাজিক সংগঠন আপন এর শোক...

সামাজিক সংগঠন আপন এর যুগ্ম আহ্বায়ক কবি ও অনুবাদ মাইনুল ইসলাম মানিকের পিতার ইন্তকালে শোক জানিয়েছেন আপন এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোট. ডাক্তার রাশেদা আক্তার। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চাঁদপুর লেখক পরিষদের শোক....

সাহিত্য মঞ্চের সভাপতির পিতার মৃত্যুতে চাঁদপুর লেখক পরিষদের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। এক শোক বার্তায় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চাঁদপুর সাহিত্য পরিষদের শোক...

সাহিত্য মঞ্চের সভাপতির পিতার মৃত্যুতে চাঁদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। এক শোক বার্তায় সংগঠনের সভাপতি তছলিম হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ম. নূরে আলম পাটওয়াররী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়