প্রকাশ : ২৮ মে ২০২৫, ১৬:৪৬
সহদেবপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কচুয়া উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৬৮২টি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
|আরো খবর
বুধবার (২৮ মে ২০২৫) সকাল থেকে সহদেবপুর পশ্চিম ইউনিয়নের দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় ও নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে এ চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ঈদ উপহারের এই চাল পেয়ে খুশি স্থানীয় নিম্ন আয়ের মানুষ।
ঈদে সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা কয়েকজন বলেন, "আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ। ঈদের আগে ১০ কেজি চাল পেয়ে আমরা খুব খুশি।"
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. নাহিদ ইসলাম এবং ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. জসিম উদ্দিন মজুমদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে জাকির হোসেন পাটোয়ারী, স্বপন পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি নবী উল্লাহ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান প্রধান, খোরশেদ আলম রাখাল, যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব আলমগীর হোসেন, ইউপি সদস্য মো. আলাউদ্দিন, আব্দুল হান্নান, গোলাম খাজা, মনির হোসেন, শাহজালাল সিকদার প্রমুখ।
জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচির আওতায় সহদেবপুর পশ্চিম ইউনিয়নে ৩ হাজার ৬৮২ টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের সিদ্ধান্ত হয়।
চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, সহদেবপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৬৮২টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।