প্রকাশ : ২৫ মে ২০২৫, ২২:০৭
নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে সরকারি ৪৬১ পিচ সিরিঞ্জ জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
বাদল মজুমদার

চাঁদপুর শহরের শহিদ মুক্তিযোদ্ধা সড়কস্থ নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে সরকারি ৪৬১ পিচ সিরিঞ্জ জব্দ করেছে ভোক্তা অধিকার।
রোববার (২৫ মে ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল আল ইমরান। তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সরকারি সিরিঞ্জ যা বিক্রি যোগ্য নয়, সেটি শহিদ মুক্তিযোদ্ধা সড়কস্থ নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৬১টি সিরিঞ্জ জব্দ করি এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করি। জব্দকৃত সিরিঞ্জ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।