শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৫

হাজীগঞ্জে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গরুর মৃত্যু

পাপ্পু মাহমুদ
হাজীগঞ্জে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গরুর মৃত্যু

হাজীগঞ্জে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি গাভীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল চারটার দিকে পল্লী বিদ্যুতের অব্যবহৃত তারে জড়িয়ে গাভীটির মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনাটি ঘটে উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের হাটিলা গ্রামে।

সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পূর্ব হাটিলা গ্রামের খন্দকার বাড়ি সংলগ্ন সৈয়দ আহমেদ ও সেলিম মিয়াজীর মালিকানা পল্টিফার্মের জন্য পল্লী বিদ্যুতের খুটি থেকে দুইটি লাইন নামানো হলেও এটিতে মিটার লাগানো হয়। অপর লাইনটি অব্যবহৃত ভাবে খুটির সাথে জড়িয়ে রাখা হয়। প্রায় আট মাস ধরে তারটি এভাবে বিপদজনক ভাবে ছিল।

গরুর মালিক হেদায়েত উল্যাহ মিয়াজী জানান, দুপুরে গরুটি ফার্মের কাছে বেধে আসার পরই বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। গরুটির দাম প্রায় দেড় লাখ টাকা হবে। ইউপি সদস্য মো . হানিফ মোল্লা জানান, ঘটনাটি আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছি।

চাঁদপুর পল্লী বিদ্যুতের সমিতির ১ এর জেনারেল ম্যানেজার কেফায়েত উল্লাহ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। তদন্ত করে দেখা হবে এখানে কার দায়। পল্টিফার্মের মালিক সৈয়দ আহম্মেদ জানান, আমরা দুইটি মিটারের আবেদন করি। পল্লী বিদ্যুত আমাদের একটা মিটার দেয়। আরেকটির তার খুটিতে রেখে যায়। সে তারে জড়িয়ে গরুটি মারা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়