শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৬:৪১

মতলবে নারায়ণগঞ্জগামী লঞ্চ থেকে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ

মাহবুব আলম লাভলু।।
মতলবে নারায়ণগঞ্জগামী লঞ্চ থেকে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জগামী লঞ্চ থেকে ৩শ' কেজি জাটকা ইলিশ আটক করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত কালীপুর, ষাটনল, কুনু মার্কেট বাজার ও নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ষাটনল ঘাটে চাদঁপুর থেকে নারায়ণগঞ্জগামী আলতাবী শিপিং কোং লঞ্চ থেকে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ষাটনল ঘাটে চাদঁপুর থেকে নারায়ণগঞ্জগামী আলতাবী শিপিং কোং লঞ্চ থেকে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজি, উপ- পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,

পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে । জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়