প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১৬:৫৪
প্রাপ্ত বয়স্কদের ১ মাস কোরআন শিখিয়ে পাঞ্জাবি উপহার দিলো স্মৃতিময় যুব সংঘ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রাপ্ত বয়স্ক মুসল্লিদের জন্যে ফ্রিতে শুদ্ধভাবে কোরআন শিক্ষার আয়োজন করে চাঁদপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিময় যুব সংঘ। এরপর মাসব্যাপী কোরআন শিক্ষায় অংশ নেওয়া মুসল্লিদের ঈদের জন্যে দেয়া হয় নতুন পাঞ্জাবি উপহার।
ভিন্নধর্মী এই আয়োজনটি করা হয় চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী বাইতুন নূর জামে মসজিদে। এ উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ ২০২৫) মাসব্যাপী কোরআন শিক্ষা কার্যক্রমের শেষ ক্লাস, দোয়া এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম গাজী। এতে সংগঠনের সকল সদস্য, প্রবাসী সারথীসহ সংশ্লিষ্ট সকলের জন্যে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি এলাকার সকল কবরবাসীর মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিসহ এলাকার শতাধিক মুসল্লির মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শরীফ শেখ, জহির মিয়া, সোহাগ শেখ সহ একাধিক মুসল্লি জানান, আমরা অনেকেই ছোটবেলায় মক্তবে কোরআন শিখেছি। বয়স বাড়ার সাথে সাথে আল কুরআন পড়ার ক্ষেত্রে আমাদের কিছু ভুল-ভ্রান্তিও থাকতে পারে। আবার অনেকে আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই ছোটবেলায় কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেনি।
তারা জানান, স্মৃতিময় যুব সংঘের উদ্যোগে আমাদের এলাকার মুসল্লিদের ১মাস ফ্রিতে শুদ্ধভাবে কুরআন শিক্ষা দেওয়া হয়েছে। আমরা এই কুরআন শিক্ষা কার্যক্রম অংশগ্রহণ করতে পেরে অনেক উপকৃত হয়েছি। এজন্যে আমরা সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই।
স্মৃতিময় যুব সংঘের সদস্যরা জানান, আমাদের সংগঠনটি এলাকায় বিভিন্ন মানবিক কার্যক্রম করে আসছে। যার মধ্যে রয়েছে : দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা, নগদ অর্থ প্রদান, চিকিৎসা সহায়তা এবং অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া। প্রতিটি ঈদ এবং রমজানে সুবিধাবঞ্চিত সব মানুষকে উপহার হিসেবে খাদ্য সহায়তা দিচ্ছি। পাশাপাশি প্রতি রমজানে আমরা এলাকার প্রাপ্ত বয়স্ক মুসল্লিদের শুদ্ধভাবে কুরআন শিক্ষার আয়োজন করে থাকি। আমাদের সংগঠনের এই কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্যে আমরা সকলের কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করছি।
উল্লেখ্য, পূর্ব রামদাসদী বাইতুল নূর জামে মসজিদে (দাইম খান বাড়ির সামনে) মাসব্যাপী কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম গাজী ও হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান খান।