প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ২২:৩৪
বাগাদী দরবার শরীফে ইফতার মাহফিল

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাগাদী দরবার শরীফে শুক্রবার (২৮ মার্চ ২০২৫) জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগাদী দরবার শরীফের জামে মসজিদ ও খানকাহ শরীফ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে বিপুল সংখ্যক ভক্ত, মুরিদান, আলেম-ওলামা, হাফেজ, ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের শুরুতে আসর নামাজের পর হালকায়ে জিকির ও তালীম অনুষ্ঠিত হয়। যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির দীক্ষা প্রদান করা হয়। পরবর্তীতে বিশিষ্ট ওলামায়ে কেরাম ও মাশায়েখগণ তাফসীর ও ওয়াজ মাহফিলে ইসলামী জীবনদর্শন, রমজানের তাৎপর্য ও ইবাদতের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাগাদী দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা আশেকুল আরেফিন সিদ্দিকী মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সফলতার জন্যে বিশেষ দোয়া করা হয়। তারপর
সকল মেহমানের জন্যে সম্মিলিত ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং অংশগ্রহণকারীদের আন্তরিকতা ও ধর্মীয় উৎসাহ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাগাদী দরবার শরীফে তালীম মাহফিল অনুষ্ঠিত হয়। পীরজাদা আলহাজ্ব মাওলানা আশেকুল আরেফিন সিদ্দিকী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।