সোমবার, ৩১ মার্চ, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ২২:২৭

চাঁদপুরে লঞ্চঘাট এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক ও নৌ মন্ত্রণালয় কর্মকর্তা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে লঞ্চঘাট এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক ও নৌ মন্ত্রণালয় কর্মকর্তা

চাঁদপুরের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিন

বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন গন্তব্যে নৌপথের যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

ঈদযাত্রায় নৌযানগুলোতে অতিরিক্ত যাত্রী বহন এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জরিমানার পাশাপাশি ক্ষেত্রবিশেষে অভিযুক্ত লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে।মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক লঞ্চগুলোতে ৪জন করে আনসার সদস্য থাকতে হবে। লঞ্চঘাটে সিএনজি অটোরিকশা, অটোবাইক চালকদের চিৎকার চেঁচামেচি, যাত্রীদের টানাহেঁচড়া ও অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। জেলা প্রশাসন লঞ্চঘাটে সার্বক্ষণিক দুজন ম্যাজিস্ট্রেট রেখেছে। তাঁরা মোবাইল কোর্ট পরিচালনা করবে। ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে। যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে স্কাউট সদস্যরাও কাজ করছে।

শুক্রবার (২৮ মার্চ ২০২৫) জুমাতুল বিদার পর দুপুরে তিনি চাঁদপুর নৌ টার্মিনাল এলাকা পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, নৌপথের যাত্রীদের ন্যায় চাঁদপুরের সড়ক ও রেলপথের যাত্রীদের সুবিধা- অসুবিধাগুলোও দেখা হচ্ছে। সেনা সদস্যদের সহযোগিতায় সড়কে যৌথবাহিনী কাজ করছে। ভোর বেলা এবং রাত দশটার পর মেঘনা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা যেনো হয়রানির শিকার না হয় সেদিক খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, চাঁদপুর নৌ টার্মিনাল কর্মকর্তা বাছির আলী খান, নৌ পুলিশের প্রতিনিধি চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম বলেন,

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে চাঁদপুরে আমরা ৫ সদস্যের মনিটরিং টিম কাজ করছি। যাত্রীদের সাথে কথাও বলেছি। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি বলে যাত্রীসাধারণ জানিয়েছে। বিভিন্ন দপ্তর বা সংস্থা সে লক্ষ্যে কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়