বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ২২:১০

ইতেকাফকারী ও এলাকাবাসীর সম্মানে চাঁদপুর শহর জামায়াতের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
ইতেকাফকারী ও এলাকাবাসীর সম্মানে চাঁদপুর শহর জামায়াতের ইফতার মাহফিল

চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে ইতেকাফকারী মুসল্লি ও এলাকাবাসীর সম্মানে চাঁদপুর পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) এই ইফতার মাহফিলে চাঁদপুর শহর জামাতের আমির অ্যাড. শাহজাহান খান বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জন করি। এই আত্মশুদ্ধির মাধ্যমে আমরা আমাদের জিন্দেগীর সকল পাপাচার থেকে মুক্ত থেকে বাকি এগারোটি মাস সকল ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকার শিক্ষা গ্রহণ করি। এ সমাজ যদি পাপাচার মুক্ত হয় তাহলেই দেশে শান্তি ফিরে আসবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াত এ দেশে কুরআনের শাসন কায়েম করতে চায়। জামায়াত ইসলামী শাসন কায়েম করে একটি শান্তিপূর্ণ কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। তাই আসুন আমরা সবাই মিলে এদেশে ইসলামী সমাজ কায়েমের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

শহর জামায়াতের সেক্রেটারী শেখ মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা পেশ করেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী ও শহর জামায়াতের সাবেক আমির অধ্যাপক শাহ আলম। এ সময় শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শহর জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবু আহমেদ, শহর জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসেন, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু এবং শহর জামায়াতের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়