সোমবার, ৩১ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ২১:৫৪

দীর্ঘ ভোগান্তির পর অবশেষে নিতাইগঞ্জ সড়কের কার্পেটিং

অনলাইন ডেস্ক
দীর্ঘ ভোগান্তির পর অবশেষে নিতাইগঞ্জ সড়কের কার্পেটিং

চাঁদপুর পৌরসভার ব্যবসায়িক এলাকা পুরাণবাজারের তিনটি সড়কের মধ্যে দুটি সড়কের কার্পেটিং ঈদের আগেই শেষ হবে বলে জানিয়েছিলেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া। অবশেষে দীর্ঘ ভোগান্তির পর গত দুদিন (২৬ ও ২৭ মার্চ ২০২৫) থেকে রাস্তার কার্পেটিং কাজ চলছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া কয়লাঘাট-নিতাইগঞ্জ-গোয়াল পট্টি রাস্তার কার্পেটিং কাজের গুণগত মান সরজমিনে দেখার জন্যে পরিদর্শন করেন।

এ সময় সহকারী প্রকৌশলী জাহিদ ও দিলীপসহ কাজের ঠিকাদার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জানা যায়, কোভিড-১৯ প্রকল্পের অধীন বিগত সরকারের সময় চাঁদপুর পৌরসভার বেশ কিছু রাস্তা, ফুটপাতসহ ড্রেনের নির্মাণ কাজ চলছিলো। ৫ আগস্টের অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলে থমকে যায় উন্নয়ন কাজ। প্রকল্প কাজের ঠিকাদার কাজ চালিয়ে নেয়ার সাহস করেননি। পরবর্তীতে বর্তমান প্রশাসকের হস্তক্ষেপে ঠিকাদারদের তাগিদ দিয়ে ফেলে রাখা উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে বলা হয়। সেই সুবাদে লোহারপুল থেকে পুরাণবাজার বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ শেষ করা হয়। এখন চলছে নিতাইগঞ্জ রাস্তার কার্পেটিং কাজ। এই কাজ শেষ হতে আরো দুই দিন লাগবে। ঈদের আগেই উল্লেখিত দুটি রাস্তা জনগণের স্বস্তি দিয়েছে। নিতাইগঞ্জ সড়কের ৫৬০ মিটার রাস্তা ও ৪৮০ মিটার ফুটপাতসহ ড্রেন নির্মাণে এই প্রকল্প কাজে ব্যয় ধরা হয়েছে দেড় কোটি টাকার উপরে। কাজের ঠিকাদার নিযুক্ত হন আওয়ামী লীগ সরকারের আমলের জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুল। প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি (বর্তমানে কারাগারে আটক)-এর ওয়ার্ডে এই উন্নয়ন কাজটি প্রকল্পে অন্তর্ভুক্ত হয়। ছবিতে নিতাইগঞ্জ সড়কে চলমান কার্পেটিং কাজের দৃশ্য। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়