বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১৭:৫৪

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেলো মকবুল স্মৃতি সংসদের ঈদ উপহার

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেলো মকবুল স্মৃতি সংসদের ঈদ উপহার
ফরিদগঞ্জ ব্যুরো

দাতব্য প্রতিষ্ঠান মকবুল স্মৃতি সংসদের উদ্যাগে ফরিদগঞ্জ উপজেলা সদরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেলো ঈদ উপহার। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) সকালে রাসেল হাসানের সভাপতিত্বে সংগঠনের পক্ষে এসব উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আল আমিন মোল্লা, মো. গিয়াসউদ্দিন, মো. জহিরুল ইসলাম মিজি, মো. মনির হোসেন, এফ এ মানিক, জসিম উদ্দিন ও মমিন হোসেন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যেখানে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন তাদের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণে ব্যস্ত থাকেন, ঠিক সে সময়েই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মকবুল স্মৃতি সংসদের আয়োজনে লায়ন ফখরুল আহমেদ ফয়সালের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ অবশ্যই ব্যতিক্রম আয়োজন ও প্রশংসনীয় উদ্যোগ।

উল্লেখ্য, মকবুল স্মৃতি সংসদের আয়োজনে এর আগে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটি ১৯৯৬ সাল থেকে ফরিদগঞ্জে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়