বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১৭:৫১

ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের নতুন পোশাক

ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের নতুন পোশাক
শামীম হাসান

ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মাতোয়ারা ফরিদগঞ্জের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই পোশাক বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্জ্বলন’। ফরিদগঞ্জ উপজেলা সদর এলাকার অর্ধশতাধিক শিক্ষার্থীর মধ্যে ছেলেদের পাঞ্জাবী- পায়জামা ও মেয়েদেরকে থ্রি পিস-ফ্রক দেওয়া হয়। পোশাক বিতরণের মাধ্যমে শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রজ্জ্বলনের সাথে সংশ্লিষ্টরা। তারা জানান, সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় সম্পন্ন হয়েছে পুরো আয়োজন। অতীতের মতো ভবিষ্যতেও সমাজে সুবিধাবঞ্চিতদের পাশে থাকবে প্রজ্জ্বলন।

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এ.আর.এম. জাহিদ হাসান, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক নাছির পাঠান, অ্যাডভোকেট আব্দুুর রহমান ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব।

প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক গাজী মমিন, এফএ মানিক, গিয়াস উদ্দিন এবং সংগঠনের স্বেচ্ছাসেবীদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি তৌহিদুর রহমান রনি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, ক্রীড়া সম্পাদক তাহসিন মিলন, নির্বাহী সদস্য নাজির হোসেন, মাহাবুব হোসেন, সদস্য মেহেজাবিন, নিড় সহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়