বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১০:২২

প্রতিবন্ধীদের মাঝে পালাখাল রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার ঈদ সম্মানী বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রতিবন্ধীদের মাঝে পালাখাল রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার ঈদ সম্মানী বিতরণ

'ভালোবাসায় বিলাও ধর্ম, মানবতা জাত ও কর্ম' এই স্লোগানে সমাজের পিছিয়ে পড়া শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু ও বয়স্ক অসহায় গরিব মানুষের জন্যে কাজ করে যাচ্ছে কচুয়ার রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা। সোমবার বিকেলে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সংগঠনের উপদেষ্টা প্রবাসী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিয়াজীর সার্বিক সহযোগিতায় সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া অসহায়, প্রতিবন্ধী, শিশু, বয়স্কদের সাথে ইফতার মাহফিল ও ঈদ সম্মানী প্রদান করা হয়। সংগঠনের সভাপতি রিজন পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য মাওলানা লোকমান গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সহকারী অধ্যাপক ইকবাল আহমেদ মিঠু, মো. দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মো. বিল্লাল হোসেন, সামাজিক সংগঠক জাহাঙ্গীর হোসেন সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক অজিৎ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টেলিকনফারেন্সে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিয়াজী বলেন, আমরা সমাজের সকলকে নিয়ে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। সেই লক্ষ্যে সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সম্মানি প্রদান করা হয়েছে। এই ঈদ সবার জন্যে আরো মঙ্গলময় এবং আনন্দময় হোক এই আশা রাখি। সমাজের যারা বিত্তবান আছেন, তারা এগিয়ে এলে আমাদের সমাজে কষ্ট ও অভাব কমে আসবে। তিনি আরো বলেন, অসহায়, গরিব ও সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু ও বয়স্কদের সাথে আজকে ইফতার করা হয়েছে। আপনারা সকলে আমার ও আমার পরিবারের জন্যে দোয়া করবেন, এলাকার অসহায়, গরিব , দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সব সময় যাতে কাজ করে যেতে পারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়