প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২২:২৭
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের ইফতার মাহফিল

সাবেক ফুটবলারদের সংগঠন চাঁদপুর সোনালী অতীত ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ শে মার্চ ২০২৫) বিকেলে আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লাব মিলনায়তনে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহফুজ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।
ইফতারপূর্ব আলোচনা সভায় সাবেক ফুটবলারগণ ও সদস্যরা ক্লাবের নতুন কমিটি গঠন নিয়ে ব্যাপক আলোচনা করেন। উপস্থিত ক্লাব সদস্যরা ঈদের পর নতুন কমিটির মাধ্যমে ক্লাবের নতুন নেতৃত্ব চান। ক্লাব সদস্যদের দাবি, এ ক্লাবটির যদি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নতুন কমিটি গঠন করা হয়, তাহলে ক্লাবের মাধ্যমে চাঁদপুরের ফুটবল সহ খেলাধুলা অনেক এগিয়ে যাবে। ক্লাব সদস্যদের বক্তব্যের পর ক্লাবের সাবেক সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নতুন কমিটি সহসাই গঠন করা হবে।
ক্লাবের ইফতার আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাউসার উল্লাহ, নাসির চোকদার, জাহাঙ্গীর পাটোয়ারী, বিএম হারুনুর রশিদ, সোহাগ, জসিম, টুটুল, আলমগীর ও আমিন মোল্লা ।