প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০০:৫৮
চাঁদপুরে ঈদ উপলক্ষে নদীপথ নিরাপদ রাখতে নৌ পুলিশের সচেতনতামূলক কার্যক্রম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর অঞ্চলের নৌপথে যাত্রা নিরাপদ করতে নৌ পুলিশের সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষ থেকে মঙ্গলবার বিকাল ৪টায় চাঁদপুর লঞ্চঘাট টার্মিনালের প্রবেশপথে একটি পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান কন্ট্রোল রুম পরিদর্শন করেন এবং ডিউটিরত পুলিশ অফিসার ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মাইকযোগে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেন এবং যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি লঞ্চ টার্মিনালে সিএনজি ও অটোচালকদের যাত্রীদের নিরাপদে পরিবহনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এছাড়া লঞ্চ মালিক ও শ্রমিকদের আসন্ন ঈদ উপলক্ষে সকল নিরাপত্তা নির্দেশনা মেনে চলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
নৌপথে যাত্রীদের জন্য করণীয় : আবহাওয়ার পূর্বাভাস দেখে নৌপথে যাত্রা শুরু করুন। শৃঙ্খলাবদ্ধভাবে লঞ্চে উঠানামা করুন এবং ছাদে ওঠা থেকে বিরত থাকুন। সূর্যাস্তের পর ছোট নৌযান (স্পিডবোট, ট্রলার, নৌকা) ব্যবহার এড়িয়ে চলুন। অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ বা স্পিডবোটে ভ্রমণ করবেন না। লাইফ জ্যাকেট ছাড়া স্পিডবোটে ভ্রমণ করবেন না। অপরিচিত ব্যক্তির দেওয়া পানীয় বা খাবার গ্রহণ করবেন না। মূল্যবান দ্রব্যসামগ্রী নিজ হেফাজতে রাখুন। সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হলে নিকটস্থ নৌ থানা, নৌ পুলিশ কন্ট্রোল রুম বা ৯৯৯ নম্বরে জানান।
নৌযান চালকদের জন্য করণীয় : আবহাওয়ার সংকেত দেখে নৌযান পরিচালনা করুন। ফিটনেসবিহীন নৌযান চালাবেন না। প্রতিযোগিতা করে নৌযান চালানো থেকে বিরত থাকুন। লাইসেন্স ছাড়া নৌযান পরিচালনা করবেন না।
নৌযান মালিকদের জন্য করণীয় : যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না। লঞ্চ, ট্রলার, স্পিডবোট বা নৌকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করবেন না। নৌযানে পর্যাপ্ত বয়া, বাতি ও লাইফ জ্যাকেট রাখতে হবে। লঞ্চে প্রশস্ত সিঁড়ি ও মজবুত রেলিংয়ের ব্যবস্থা রাখতে হবে। লঞ্চে ভ্রমণরত যাত্রীদের জন্য সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত গ্লাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নৌযানে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন ও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে। নৌ পুলিশ সকল যাত্রী, নৌযান চালক ও মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছে, নিরাপদ নৌপথ নিশ্চিত করতে উপরোক্ত নিয়মগুলো মেনে চলুন এবং যে কোনো ধরনের অপরাধ বা অনিয়ম পরিলক্ষিত হলে নিকটস্থ নৌ থানা, কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করুন।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।