প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০০:৩২
ফরিদগঞ্জে গণহত্যা দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া
এদেশের মানুষ মুক্তির সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছে

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
তিনি বলেন, আজ ২৫ মার্চ এই ক্ষণে দাঁড়িয়ে আমরা যদি ১৯৭১ সালের ২৫ মার্চের ওইদিনটির কথা চিন্তা করি। তবেই সাধারণভাবেই আমরা অনুধাবন করতে পারি কী কঠিন সময়গুলো পার করেছে ওই সময়ের লোকজন। একটি দেশের স্বাধীনতার জন্য রাতের আঁধারে কীভাবে হাজার মানুষ প্রাণ দিলো। পাকিস্তানি সেনারা কীভাবে নৃংশসভাবে সেই সময়ে আমাদের ঘুমন্ত শহরে নারকীয় হামলা চালিয়েছে। ইতিহাসের পাতায় যা লেখা রয়েছে, বাস্তবে হয়তবা তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি ছিল। কিন্তু এই ২৫ মার্চের কালো রাত্রিতে পাকবাহিনী আমাদের মনোবল ভেঙ্গে দেয়ার মিশন নিয়েই ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু এদেশের মানুষকে তারা দমিয়ে রাখতে পারেনি। ঠিকই এদেশের মানুষ মুক্তির সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, আদর্শ একাডেমির প্রধান শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ।