প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২২:২৪
মতলব উত্তরে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে প্রস্তুতি সভা

মতলব উত্তর উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৫ সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের সাথে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ ২০২৫) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও পরীক্ষা কমিটির সদস্য সচিব আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল প্রমুখ। এছাড়া সকল কেন্দ্র সচিব পরীক্ষা সংক্রান্ত তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ ব্যতিক্রম হবে। পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে অতিরিক্ত আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রগুলোকে আইন কানুন মেনে চলতে হবে। পরীক্ষা যেনো শিক্ষাবান্ধব হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কেন্দ্র পর্যবেক্ষকদের তিনি সহযোগিতা কামনা করেন।