বুধবার, ২৬ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২২:১৩

ডাকাতিয়া নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ডাকাতিয়া নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়া মো. নিরব (১০) নামে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (২৩ মার্চ ২০২৫) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হক।

নিহত নিরব চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকার জাহাঙ্গীর কাজীর ছেলে। সে শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

নৌ-পুলিশ ও স্থানীয়রা জানান, ২৩ মার্চ রোববার দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে নিরবসহ কয়েকজন শিশু গোসল করতে নামে। এ সময় তারা নদীর একপাশ থেকে অপর পাশে সাঁতার কাটতে গেলে ইঞ্জিনচালিত নৌকার পাখায় আঘাতপ্রাপ্ত হয়ে নিরব নিখোঁজ হয়। নিখোঁজের পর ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডের ডুবুরি দলসহ স্থানীয়রা নিখোঁজ শিশুটির খোঁজে নদীতে তল্লাশি চালাতে থাকে। এদিন বিকেল ৬টার দিকে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযানে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হক বলেন, উদ্ধারকৃত মরদেহের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এস ইকবাল জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়