প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১৫:৪১
পাটওয়ারী যুব ফাউন্ডেশনে'র ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

হাজীগঞ্জের সৈয়দপুর গ্রামে 'পাটওয়ারী যুব ফাউন্ডেশনে'র পক্ষ থেকে গত শুক্রবার (২১ মার্চ ২০২৫) ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এবার ৫০ জন অসহায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং এতিম, অসহায় ও বাড়ির সকল সদস্যকে নিয়ে প্রায় ৩০০ লোকের ইফতারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. আবদুল্লাহ আল শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক পাটওয়ারী, সহ-উপদেষ্টা মো. তফাজ্জল হোসেন পাটওয়ারী, উপদেষ্টা সদস্য মো. আবদুল কাদির পাটওয়ারী, উপদেষ্টা সদস্য ডা. তাজুল ইসলাম পাটওয়ারী, উপদেষ্টা সদস্য আলহাজ্ব প্রফেসর ডা. একরামুল হক পাটওয়ারী, অর্থ উপদেষ্টা মো. মানিক পাটওয়ারী ও কার্যকরী কমিটির সহ-সভাপতি ডা. মো. মাহবুবুল হক পাটওয়ারী। সমাপনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি ডা. মো. মাজহারুল হক পাটওয়ারী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য, কার্যকরী কমিটির সদস্য, সাধারণ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষী সহ ফাউন্ডেশনের সকল সদস্য।
অনুষ্ঠানের শুরুতে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারের আগ মুহূর্তে ছোট ছোট হাফেজরা কোরআন খতম করেন এবং বাড়ির সকল মরহুম ও অসুস্থ সদস্যদের জন্যে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে পাটওয়ারী বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন মাঠে।