প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২২:২৭
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ওন ও ইফতার মাহফিল

ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ ২০২৪) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কাউট নেতৃবৃন্দ ও স্কাউটস এবং রোভার সদস্যদের উপস্থিততে ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্কাউট লিডার মো. সফিকুর রহমান, উপজেলা কাব লিডার মেহেদী হাসান, উপজেলা স্কাউট কোষাধ্যক্ষ ইব্রাহিম মিয়া, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ইউনিট লীডার সুলতানা রাজিয়া।