প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২২:১৮
মতলব দক্ষিণে ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত কামনায় স্বেচ্ছাসেবীদের গণইফতার

৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় মতলব পূর্বাঞ্চলের ৫টি স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম, হিউম্যানিটিস অর্গানাইজেশন, স্বপ্নচূড়া ফাউন্ডেশন, আশার আলো অর্গানাইজেশন এবং নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহত্তর মতলবের বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভলপমেন্ট-এর তত্ত্বাবধানে এক গণইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২২ মার্চ ২০২৫) বিকেলে নারায়ণপুর পৌরসভার ১৫৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণইফতার মাহফিলের আয়োজন করা হয়।
হিউম্যানিটিস অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আরিফ বিল্লাহর সভাপ্রধানে এবং সাবেক সভাপতি মো. ফরহাদ আহমেদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের অভিভাবক ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভলপমেন্টের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা শাখার আমীর মো. রশিদ পাটোয়ারী, সেক্রেটারি মাও. মো. ওমর ফারুক, জেলা বৈষম্যবিরোধী ছাত্রনেতা রাকিব ভূঁইয়া, মতলব মাদরাসার প্রভাষক মাও. ইয়াসিন আহমেদ ফারুকী, ড. মুহিব উল্লাহ, ফ্রেন্ডস জোন সোসাইটির প্রতিনিধি ফয়সাল আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সোহেল রানা প্রধান, লোটাস-বাড চ্যারিটি ফোরামের সাবেক সভাপতি মো. নাজমুল হাসান, বর্তমান সভাপতি বশির আহমেদ, হিউম্যানিটিস অর্গানাইজেশনের সভাপতি মো. শরিফুল ইসলাম, সদস্য রাজন প্রধান, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আব্দুর রহমান।
অনুষ্ঠান শেষে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে মহান রবের দরবারে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ।