প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২০:২১
ফরিদগঞ্জে কিশোরীর আত্মহত্যা

ফরিদগঞ্জে বসতঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মাঈশা আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী। রোববার (২৩ মার্চ ২০২৫) দুপুরে উপজেলার পশ্চিম পোয়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। মাঈশা ওই বাড়ির মো. মোস্তফা ও জেসমিন আক্তার দম্পতির মেয়ে।
মাঈশার মা জানান, আমি গৃহস্থালির কাজের জন্যে ঘরের বাইরে ছিলাম। কিছুক্ষণ পর ঘরে এসে দেখি, আমার মেয়ে আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে। পরে আমার ডাক- চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাঈশা আক্তারের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।