মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১৮:৪৯

পাইকপাড়া উত্তর ইউপি সচিবের বিরুদ্ধে বিক্ষোভ

পাইকপাড়া উত্তর ইউপি সচিবের বিরুদ্ধে বিক্ষোভ
ফরিদগঞ্জ ব্যুরো

ইউনিয়ন বিএনপির সভাপতি ও পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ওই পরিষদের সচিবের কাছে অসহায় এবং টিসিবি, ভিজিএফসহ সকল কর্মকাণ্ড তার অগোচরে সচিব করছেন--এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সচিবের অপসারণ ও বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ঘটনাটি রোববার (২৩ মার্চ ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সামনে ঘটে । যদিও এই অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন ওই সচিব।

জানা গেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে ইউপির প্রশাসনিক কর্মকর্তা (সচিব) গোলাম মোস্তফা শামিম ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চেয়ারম্যানকে না জানিয়ে করছেন এমন অভিযোগ তুলে একটি বক্তব্য দেন পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের পাটওয়ারী, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই বক্তব্যে তিনি অভিযোগ করেন, আমি ফ্যাসিবাদের আমলে জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। জনগণ আমাকে ভোট দিয়েছে। কিন্তু সচিবের স্বেচ্ছাচারিতার কারণে জনগণকে দেওয়া আমার ওয়াদা বাধাগ্রস্ত হচ্ছে। আমার পরিষদের সচিব আমার কোনো কথা শুনছে না। এই ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় এলাকাবাসী রোববার (২৩ মার্চ ২০২৫) দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কালাম গাজী লিটন, জাহাঙ্গীর আলম মজুমদার ও মো. মিজানুর রহমান পাঠান। তারা বলেন, গোলাম মোস্তফা শামিম আমাদের পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর পূর্বেও তিনি যেখানে দায়িত্ব পালন করেছেন, সেখানেই দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন।

তিনি উপজেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতির প্রভাব খাটিয়ে কখনো টিসিবি, আবার কখনো ভিজিএফের চাল, নলকূপসহ নানান প্রকল্প ও প্রত্যয়নপত্র, ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়ম করে চলছেন। তাই দুর্নীতিবাজ সচিবের অবিলম্বে অপসারণ ও তার সকল অপকর্মের বিচার দাবি করছি।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল শামিম বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়, ভিত্তিহীন। লোকজন না জেনে এসব মন্তব্য করছেন। তদন্ত করলেই সত্যতা মিলবে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, সচিবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সংবাদ জেনেছি। অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়