মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১৮:৪১

মতলব উত্তরে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
ছবি : প্রতীকি

মতলব উত্তরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ মার্চ ২০২৫) দুপুরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের মুক্তিরকান্দির ভান্ডারী বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাড়ির পাশে ভান্ডারী বাজার। ওই বাজারে শিশুটি এক লোককে খুঁজতে বিবাদী বজলুর রহমান (৪৫)-এর চা দোকানে যায়। সেসময় দোকানের আশেপাশে কোনো লোকজন না থাকায় শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ডাক-চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে পালিয়ে যায় ওই চা দোকানি বজলুর রহমান । পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করেন।

সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান জানান, যারা এই সমস্ত কাজে লিপ্ত, তাদের কোনো মনুষ্যত্ববোধ নেই। এই সমস্ত লোকদের কঠিন বিচার হওয়া দরকার। প্রশাসনের কাছে এ ঘটনার বিচারের দাবি জানাচ্ছি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়