মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১৮:৩৮

সভাপতি মাহিদ, সম্পাদক রাব্বানী

জবিস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

জবিস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি
নুরুল ইসলাম ফরহাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ নতুন কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি মো. মাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেরই বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। সাধারণ সম্পাদকের বাড়ি ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে। তার এস.এস.সি. ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও এইচ.এস.সি. গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে। গোলাম রাব্বানী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী। সভাপতির বাড়ি ৪নং সুবিদপুর ইউনিয়নের বদরপুর গ্রামে। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

শনিবার (২২ মার্চ ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. মেহেদী হাসান, পিপলু মজুমদার ও আব্দুল কাইয়ুম দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ রহমান ইরাম, নাইমুর রহমান ও মজিবুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মাহিম হোসেন, ক্রীড়া সম্পাদক আরফান রহমান শাহাদাত, অর্থ সম্পাদক মো. ওসমান গাজী এবং ছাত্রী বিষয়ক সম্পাদক রিমা আক্তার।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে একতা ও সহযোগিতার ভিত্তিতে আমরা কাজ করে যাবো। নবীন শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষাবৃত্তি, ক্যারিয়ার গাইডলাইন, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনসহ নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা বিশ্বাস করি, সবার সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে আমাদের এই যাত্রা সফল হবে ইনশাআল্লাহ।”

সভাপতি মো. মাহিদ হোসেন বলেন, “চাঁদপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নে কাজ করবো, যা আগের যে কোনো সময়ের তুলনায় আরও কার্যকর ও সংস্কারমুখী হবে। জেলা এবং ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের প্রশাসনিক, আইনি, আর্থিক ও মানসিক সহায়তা প্রদানে আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়