প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১৬:০০
পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী উমেশ সাহার পরলোকগমন

চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আজাদ টী হাউজের স্বত্বাধিকারী উমেশ চন্দ্র সাহা পরলোকগমন করেছেন।
রোববার (২৩ মার্চ ২০২৫) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ওঁ তৎসৎ দিব্যান লোকান স্ব: গচ্ছুতু)।
তিনি ছিলেন চাঁদপুর বণিক সমিতির সাবেক কার্যকরী সদস্য, পুরাণবাজার হরিসভা মদন মোহন মন্দিরের দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক, বহু গুণে গুণান্বিত, সদালাপী, মিষ্টভাষী ও পুরাণবাজারের প্রবীণ চা-পাতা ব্যবসায়ী।
রোববার সন্ধ্যায় চাঁদপুর পৌর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে দুপুরে তাঁর মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এরপর তাঁর ব্যবসা প্রতিষ্ঠান পুরাণবাজার ফলপট্টি এলাকা ও পুরাণবাজার হরিসভা মন্দিরের সামনে নেয়া হয়। মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিশিষ্ট ব্যবসায়ী উমেশ সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত। তিনি এক শোকবার্তায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।