শনিবার, ২২ মার্চ, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ২২:২৫

বালিথুবায় আলহাজ্ব এম এ হান্নানের পক্ষে ঈদের উপহার বিতরণ

এমরান হোসেন লিটন।।
বালিথুবায় আলহাজ্ব এম এ হান্নানের পক্ষে ঈদের উপহার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, শিল্পপতি আলহাজ্ব এমএ হান্নানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে সেমাই, চিনিসহ আরো কয়েক পদের খাদ্যসামগ্রী ও শাড়ি-কাপড় বিতরণ করেছে ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সী ও সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিয়াজী।

শুক্রবার (২১ মার্চ ২০২৫) দিনব্যাপী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের অসহায় মানুষের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের তিনটি ভেন্যুতে যথাক্রমে সেকদী দাখিল মাদ্রাসা মাঠ, মদনেরগাঁও গার্লস স্কুল মাঠ এবং সকদিরামপুর দাখিল মাদ্রাসা মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। এদিন ৫০০ মানুষের মধ্যে একটি করে শাড়ি কাপড় এবং সেমাই চিনিসহ কয়েক আইটেমের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঈদের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাথেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল খালেক পাটোয়ারী, ফারুক আহমেদ খান, ১নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, ঈদসামগ্রীর প্রধান পৃষ্ঠপোষক মো. মিজানুর রহমান মিয়াজী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুল রহমান বাবলু পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মেম্বার। আরো উপস্থিত ছিলেন শাহাজান তপাদার, জাহাঙ্গীর হোসেন বেপারী, হাসান বেপারী, আলাউদ্দিন গাজী, রাজু গাজী, মাহবুবুর রহমান, আলমগীর গাজী, আজিজুর রহমান লিটন পাটোয়ারী, মোশাররফ হোসেন গাজী, নাসির গাজী, জুয়েল পাটোয়ারী, জাহাঙ্গীর পাটোয়ারী, ইউনুস খান, মুজিবুর রহমান খান, আব্দুর রব খুকু পাটোয়ারী, সুমন কারী, মনির হোসেন শেখ, এমদাদ হোসেন মিজী, আজিজ পাটোয়ারী, খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়