প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ২৩:১৩
ছেংগারচর পৌর বিএনপির ইফতার মাহফিল
বিএনপিতে উচ্ছৃঙ্খল চাঁদাবাজ দখলদার সন্ত্রাসী থাকতে পারে না
---বিএনপি নেতা আলমগীর সরকার

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) ছেংগারচর পৌর বিএনপির উদ্যোগে এবং ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখের চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভার নির্দেশনা মোতাবেক চাঁদাবাজ, দখলদার এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই সাংগঠনিক মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে এবং ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশ্রাফুল আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুজ্জামান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, ছেংগারচর পৌর বিএনপির সদস্য কাউসার মেহেদী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ছেংগারচর পৌর ছাত্রদলের সভাপতি সাকিল খান প্রমুখ।
বিএনপি নেতা আলমগীর সরকার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যেই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে সেই দল বিএনপি হচ্ছে বাংলার সাধারণ মানুষের দল। এই দলটি দেশের কৃষক, শ্রমিক, মেহনতী জনতাসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষরাই মনেপ্রাণে ভালোবেসে করে। বিএনপিতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল, চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী থাকতে পারে না।
তিনি আরো বলেন, গত ১৫ বছরে যারা ক্ষমতাসীন দলের সাথে হাত মিলিয়ে সুবিধা নিয়েছে, তাদেরকে আমরা চিনি। বর্তমানে তাদের মধ্যে কেউ কেউ অতি উৎসাহী হয়ে প্রভাব বিস্তার করে দলের সুনাম নষ্ট করছে। বিএনপির ব্যানারে থেকে যদি কেউ অতি উৎসাহী হয়ে বিএনপির সুনাম নষ্ট করতে চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস বা কোনো ধরনের বিচ্ছৃঙ্খলা করে, তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। দলীয় হাইকমান্ড চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে।