প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৬:০৫
নারায়ণপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

মতলব দক্ষিণে ঐতিহ্যবাহী নারায়ণপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেলে নারায়ণপুর বাজারের ঐতিহ্যবাহী মাদানীয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
আলোচনা সভায় নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহর সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এমএ আজিজ ঢালী ও খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মিয়াজী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিঞা মো. মামুনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণপুর পৌর জামায়াতের আমীর হেলাল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জামান, খাদেরগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কাজী ফয়সাল, খাদেরগাঁও ইউনয়িন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ বকাউল, সাখাওয়াত সুমন প্রধান, নারায়ণপুর পৌর যুবদল নেতা আলম ডাক্তার, মতলব দক্ষিণ উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মহন পাটোয়ারী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আসলাম মেম্বার, খাদেরগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোরশেদ আলম, নারায়ণপুর পৌর বিএনপি নেতা কিরণ মিঞা, উত্তর নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান, যুবদল নেতা নাছির উদ্দিন প্রধানসহ ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের সদস্যরা। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ।