প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ২০:৪৩
কুমিল্লায় ত্রিশ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ বাসমতি চাল আটক করলো বিজিবি

কুমিল্লা ব্যাটালিয়ন (বিজিবি-১০) গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৪ মার্চ ২০২৫) অভিযান চালিয়ে ত্রিশ লাখ টাকার ভারতীয় অবৈধ বাসমতি চাল আটক করেছে।
|আরো খবর
বিজিবি-১০ কোটবাড়ির লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, ১৪ মার্চ শুক্রবার কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিরি ১০ ব্যাটালিয়ন। উক্ত অভিযানে বিজিবি টহল দল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৭ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কের পালপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ৬ হাজার ৭৭০ কেজি বাসমতি চাল আটক করা হয়। যার সর্বমোট মূল্য ত্রিশ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশত টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস্-এ জমা করা হয়েছে।