প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৩:২১
বাংলাদেশ খেলাফত মসলিস কচুয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ খেলাফত মসলিস কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ ২০২৫) কচুয়া বিশ্বরোডে অবস্থিত জমজম হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তাগণ বলেন, রমজান তাকওয়ার মাস। আল্লাহকে ভয় করে সমাজের সেবা ও দ্বীনের জন্যে কাজ করার ক্ষেত্রে সবাইকে দায়িত্ববান হওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ খেলাফত মসলিস কচুয়া পৌরসভার সভাপতি মুফতি মাওলানা রিয়াসুল হক মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মসলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মসলিস কচুয়া শাখার সভাপতি মুফতি মাওলানা নুরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন।
|আরো খবর
এছাড়া বক্তব্য রাখেন পৌর সহ-সভাপতি সাইফুল ইসলাম, কাজী আবু বক্কর হানিফ, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রহমান। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।