বুধবার, ১২ মার্চ, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২২:২৪

আজ শ্রী শ্রী রামচন্দ্রদেবের ৯৯তম বার্ষিক দোলযাত্রা উৎসব

স্টাফ রিপোর্টার ॥
আজ শ্রী শ্রী রামচন্দ্রদেবের ৯৯তম বার্ষিক দোলযাত্রা উৎসব

চাঁদপুরে শ্রী শ্রী রামচন্দ্রদেবের ৯৯তম বার্ষিক দোলযাত্রা উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সনাতনীরা।

১১ মার্চ মঙ্গলবার পুরাণবাজারের শ্রী শ্রী রামঠাকুর দোল মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা জানান, শ্রী শ্রী রামঠাকুর দোল মন্দিরে ২০ প্রহর হরিনাম যজ্ঞসহ মোট তিনদিনের অনুষ্ঠান সাজানো হয়েছে। এরমধ্যে ১২ মার্চ বুধবার বিকেল ৪টায় হরিধ্বণী, সংকলন পাঠ, বেদবাণী পাঠ এবং ঠাকুর প্রসঙ্গ আলোচনা, সন্ধ্যা ৬টায় গঙ্গা আবাহন, উৎসবাধিবাস, শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা ও অহোরাত্র হরিনামযজ্ঞ। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে শ্রী শ্রী কৈবল্যনাথের ভোগরাগ তৎপর প্রসাদ বিতরণ, সন্ধ্যায় পূর্ণিসা পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা সম্পন্নের পর রাতের প্রসাদ বিতরণ এবং অহোরাত্র হরিনাম যজ্ঞ, ১৪ মার্চ শুক্রবার সকাল ৯টায় দোল পূজা, দুপুরে শ্রী শ্রী কৈবল্যনাথের ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ এবং অহোরাত্র হরিনামযজ্ঞ, ১৫ মার্চ শনিবার প্রাতে হরিনাম যজ্ঞ সমার্পণ, কুঞ্জভঙ্গ ও নগর সংকীর্তন করা হবে।

তিনি আরও জানান, দোলযাত্রা উৎসব উপলক্ষ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির ডিঙ্গামানিকের পূজ্যপাদ যুব মহারাজ শ্রীমৎ সুভাষ চন্দ্র চক্রবর্তী উপস্থিত থেকে বুধবার ও শুক্রবার আগ্রহী শ্রীনাম প্রার্থীদের শ্রীনাম শোনাবেন। আমরা রমজান মাসের তারাবিহ নমাজের পূর্বে গঙ্গা আবাহন সম্পন্ন করবো। তাই ঘটসহ জল ভরতে ইচ্ছুক মায়েদের বিকাল ৫টার মধ্যে মন্দিরে উপস্থিত থাকতে অনুরোধ করছি। এই দোল উৎসবে ভক্তদের সপরিবারে উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়