প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২২:১৭
মতলব দক্ষিণে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল

ইসলামী যুব আন্দোলনের মতলব দক্ষিণ উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল গতকাল বিকাল ৩টায়
|আরো খবর
মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মুফতি মুঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ রাসেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ শরীফুল ইসলাম (সুজন), মুহাম্মদ আব্দুর রহিম ফয়েজি, মুহাম্মদ সুমন প্রধানিয়া, হাজী মুহা. আব্দুস সোবহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মানসুর আহমাদ সাকি বলেন, দেশব্যাপী নারী ধর্ষণ আমাদেরকে ভাবিয়ে তুলছে। আইনের শাসন না থাকায় দিন দিন নারী ধর্ষণের মতো রোমহর্ষক ঘটনা চক্রবর্তী হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা এ অবস্থার আমুল পরিবর্তন চাই। আমরা আর কোনো ধর্ষণের চিত্র দেখতে চাই না।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২০২৬ সেশনের জন্য হাফেজ রাসেল আহমাদকে সভাপতি, মুফতি, আরিফনবিল্লাহ হাবিবীকে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেনে মুহাম্মদ গিয়াস উদ্দিন খানের নাম ঘোষণাপূর্বক কমিটি ঘোষণা করেন।