প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ২২:২৬
মতলব উত্তরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন' এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ মার্চ ২০২৫) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) হিল্লোল চাকমা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ফারুক হোসেন, স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার নাছিমা আক্তার, স্বপ্ন প্রকল্পের মাঠ কর্মী পপি আক্তার ও রাজিয়া আক্তার।