রবিবার, ০২ মার্চ, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৭:৩৮

মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রেদওয়ান আহমেদ জাকির
মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের মতলব পৌরসভার পানির ট্যাংকি এলাকায় মোটরসাইকেল চাপায় পথচারী দেলোয়ার হোসেন দেলু মিয়াজি (৬০) মারা গেছেন। শনিবার (১ মার্চ ২০২৫) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দেলোয়ার হোসেন দেলু মিয়াজি পৌর এলাকার দশপাড়ার বাড়ি থেকে পানির ট্যাংকি চৌরাস্তা মোড়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল (চাঁদপুর-ল-৫৯-৫৩০১) তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় আশপাশের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী জানান, অবৈধভাবে একটি কাভার্ডভ্যান রাস্তায় পার্কিং করে থাকার কারণে মোটরসাইকেল চালক পথচারী দেলু মিয়াজিকে দেখতে পাননি। তিনি পৌরসভার দশপাড়া এলাকার আব্দুল মিয়াজির ছেলে। তার ১ম স্ত্রী আছে, সন্তান নেই। ২য় স্ত্রী তাকে রেখে চলে গেছেন। তিনি তার ভাই জহিরুল ইসলামের সাথে থাকতেন।

মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা ঘটিয়ে মোটরসাইকেল রেখে সে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল থানায় নিয়ে গেছে।

মতলব দক্ষিণ থানার এসআই সাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়