শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১১

ফরিদগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার রমজানে উপজেলার প্রতিটি বাজার মনিটরিং করা হবে

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার রমজানে উপজেলার প্রতিটি বাজার মনিটরিং করা হবে

ফরিদগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেছেন, রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা মুসলিম হিসেবে রমজানে দ্রব্য সামগ্রী সীমিত লাভে বিক্রি করার কথা। কিন্তু হচ্ছে তার উল্টোটা। বেশ কিছু অসাধু ব্যবসায়ী রমজান আসলেই শুধু শুধু দাম বাড়িয়ে দিয়ে রোজাদারদের কষ্ট দিচ্ছে। আমরা এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিয়ে প্রতিটি বাজার মনিটরিং করবো। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় এবং যানজট নিরসনে কাজ করবো।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলা হল রুমে সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে চলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা।

উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সভাগুলোতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, শিক্ষা অফিসার শিরিন সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, যুব কর্মকর্তা মাহামুদুল হাসান, নির্বাচন অফিসার রায়হান, ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন খান স্বপন, ৩নং সুবিধপুর চেয়ারম্যান বেলায়েত, ৫নং গুপ্টির চেয়ারম্যান শাহজাহান, ১২নং চরদুঃখিয়া চেয়ারম্যান শাহজাহানসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়