প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১
ফরিদগঞ্জে এসএসসি ৯২ বন্ধু ফোরামের মিলনমেলা
ফরিদগঞ্জ উপজেলার এসএসসি-৯২ ব্যাচের বন্ধু মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর রিসোর্টে দিনব্যাপী এই মিলনমেলায় জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, সঙ্গিত শিল্পী সামান্তা, সাংবাদিক ও অভিনেতা তছলিম চৌধুরী উপস্থিত ছিলেন।
এসএসসি-১৯৯২ ফরিদগঞ্জ বন্ধু ফোরামের আহ্বায়ক মহসীন মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব যুগান্তর প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় বন্ধুদের মধ্যে বক্তব্য রাখেন মাহফুজুর রহমান টিপু, কাউছারুল আলম কামরুল, আবু জাফর, মাহমুদ পাটওয়ারী, আলমগীর হোসেন, ওমর ফারুক কিরণ, ইকবাল পাঠান, খালেদ হোসেন, মাকসুদ পাটওয়ারী, মাকসুদ হোসেন, মাহবুব আলম প্রমুখ।
এছাড়া এই আয়োজনে অর্ধ শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান, সন্ধ্যায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ও কৌতুক অভিনয় এবং রাতে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।