প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৬
'৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চাঁবিপ্রবি প্রথম আইকিউএসি সেল গঠন করেছে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় মান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা
রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১২টায় ভবন-২- এর সেমিনার কক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে উচ্চশিক্ষায় মান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় এবং আইকিউএসি সেল উদ্বোধন করা হয়।
চাঁবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদের সভাপতিত্বে 'Role of IQAC in Quality Enhancement in HEIs' শীর্ষক কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের সম্মানিত পরিচালক ড. দূর্গা রানী সরকার।
প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক চর্চার মধ্য দিয়েই বাংলাদেশ একদিন উন্নতির শিখরে পৌঁছে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীরাই উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার বলেন, দেশের ৩৬ টা বিশ্ববিদ্যালয়ে এখনো আইকিউএসি সেল গঠন করা হয়নি। এই ৩৬টার মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম আইকিউএসি সেল গঠন করেছে এবং ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং বিশ্ব র্যাংকিংয়ে প্রথম সারির অবস্থানে নিয়ে আনার জন্যে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
কর্মশালার সভাপতি
চাঁবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে এসপিকিউএ বিভাগের পরিচালকসহ অন্য পরিচালকবৃন্দ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে আজকের কর্মশালায় আসার জন্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সৃষ্টিশীল কাজের মাধ্যমেই প্রতিষ্ঠানের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে।
তিনি আরো বলেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবো, ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা উন্নত গবেষণার মধ্য দিয়ে একদিন নোবেল বিজয়ীদের কাতারে নাম লিখাবে এবং তখন তোমাদের গবেষণালব্ধ ফলাফলের কাছে নোবেল বিজয় অতি তুচ্ছ মনে হবে।
চাঁবিপ্রবির আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. বাইজীদ আহম্মেদ রনির সঞ্চালনায় ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন চাঁবিপ্রবির আইকিউএসির পরিচালক সোহেল রানা ও প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন চাঁবিপ্রবির আইকিউএসির অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদুল ইসলাম।
এছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান,
সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদ;
চাঁবিপ্রবির আইকিউএসির পরিচালক ও সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।