প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯
প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়
শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা।
রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নেন প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মো. জামাল হোসেন, দফতর সম্পাদক মোঃ মহিউদ্দিন, কার্য নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, সদস্য রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, সহযোগী সদস্য হাসান মাহমুদ, ফিরোজ বেপারী, বিএম নয়ন প্রমুখ।
মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, বিসিএস ৩৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ইতঃপূর্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।