বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ২০:২৫

হাজীগঞ্জে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হাজীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলসহ অন্যরা। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জে মাসব্যাপী চলমান তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী, চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে একক, দ্বৈত ও যৌথ প্রতিযোগিতায় বিজয়ীসহ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাজীগঞ্জ পৌরসভা ও রানারআপ হাটিলা পূর্ব ইউনিয়ন, কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাজীগঞ্জ পৌরসভা ও রানারআপ বড়কুল পশ্চিম ইউনিয়ন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কালচোঁ উত্তর ইউনিয়ন ও রানারআপ বড়কুল পূর্ব ইউনিয়ন, ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাটিলা পশ্চিম ইউনিয়ন ও রানারআপ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন, ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ও রানারআপ হাজীগঞ্জ পৌরসভা। এসব প্রতিষ্ঠানের দলগুলো পুরস্কার গ্রহণ করে।এছাড়া একই সময়ে তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন ইভেন্টে একক, দ্বৈত ও যৌথ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পূর্বে দিনব্যাপী তারুণ্যের উৎসব সম্পর্কিত আলোচনা, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র ও ডকুমেন্টারী প্রদর্শনসহ বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উল্লেখ্য, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে গত ২৪ ডিসেম্বর মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, যুব সমাবেশ, পরিষ্কার পরিবেশ ও পরিচ্ছন্ন খেলার মাঠ, মশক নিধন ও জলাশয় পরিচ্ছন্ন কার্যক্রম, পলিথিন বর্জন করে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিকল্পে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীসহ গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এছাড়া প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী যুবদের মধ্য থেকে ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান, কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা কার্যক্রম ও নিউট্রিশন অলিম্পিয়াড আয়োজন, তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের আয়োজন, পিঠা উৎসব, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সচেতনতামূলক ফটো রিলিজ, তারুণ্যের উৎসব সম্পর্কিত আলোচনা ও অনুষ্ঠান সরাসরি সম্প্রচারসহ বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব সিদ্ধান্তের আলোকে কর্মসূচি ও টুর্নামেন্টগুলো বাস্তবায়ন করা হয়।

সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গণির উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মোহাম্মদ আশেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফৈরদৌস আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মো. মামুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন ও একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরি উপস্থিত ছিলেন।

এছাড়া হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, একেএম মজিবুর রহমানসহ সরকারি কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়