প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:১৮
জাতীয় সমবায় ইউনিয়নের সেক্রেটারী জসিম উদ্দিন শেখকে চাঁদপুর প্রেসক্লাবের সংবর্ধনা
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সমবায়ী, চাঁদপুরের কৃতী সন্তান মো. জসিম উদ্দিন শেখ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুর প্রেসক্লাব। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।
|আরো খবর
জসিম উদ্দিন শেখ ১৯৮০ সালের ডিসেম্বর মাসে ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুছ ছাত্তার শেখ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। মাতা নূরজাহান বেগম গৃহিণী। আপন বড়ো ভাইসহ স্থানীয় প্রতিবেশী সিনিয়র ভাইদের বেকারত্ব দেখে নিজে চাকরির পেছনে না ঘুরে চাকরি দেয়ার স্বপ্ন নিয়ে স্নাতক ১ম বর্ষে অধ্যয়নরত থাকাবস্থায় তিনি এলাকার কয়েকজন শিক্ষিত বেকার যুবককে একত্রিত করে ১৯৯৮ সালে অনানুষ্ঠানিকভাবে এবং স্নাতক পাস করার পর ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে গঠন করেন চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লি.। তাঁর উদ্ভাবনী ও সৃজনশীল নেতৃত্বে মাত্র ১২,৩০০ টাকা মূলধন নিয়ে চালু হওয়া প্রতিষ্ঠানের বর্তমান মূলধন ১৫০ কোটি টাকারও বেশি।
তাঁর প্রতিষ্ঠান হতে গত ২০ বছরে প্রায় ৫ হাজার বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়। কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরি করার সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২০০৩ ও ২০১০ সালে তাঁর নেতৃত্বাধীন চান্দ্রা সমিতি দেশের শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে এবং শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে তিনি নিজে ২০০৮ সালে জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হয়ে রাষ্ট্রীয় স্বর্ণপদক গ্রহণ করেন। তিনি জাতীয় ও জেলা পর্যায়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পদকে ভূষিত হন। তিনি বাংলাদেশ সমবায় ব্যাংক লি. পদক; জাতীয় সমবায় মেলা-২০১০ পদক, রবীন্দ্র-নজরুল সম্মাননা-২০১২ পদক লাভ করেন।
এছাড়া তিনি উপজেলা প্রশাসন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর রোটারী ক্লাব, ফরিদগঞ্জ লেখক ফোরাম, গ্রামীণফোন জাতীয় ইংলিশ উৎসব, চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর প্রবাহ, চাঁদপুর দিগন্ত, চাঁদপুর প্রতিদিন, চাঁদপুর দর্পণ, চাঁদপুরজমিন, আলোকিত চাঁদপুর, চাঁদপুর সংবাদ, সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ এবং সাংস্কৃতিক সংগঠন অনন্যা নাট্য গোষ্ঠী, নৃত্যধারা, মেঘনা থিয়েটার, কল্পনা নাট্য একাডেমী, বর্ণচোরা নাট্য গোষ্ঠী, খেলাঘর আসর হতে সম্মাননা ক্রেস্ট লাভ করেন।
মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমিয়ে উৎপাদক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে তিনি ২০০৮ সালে চাঁদপুরে এসবি (সমবায় বাজার) নামে ন্যায্যমূল্যের দোকান চালু করলে চাঁদপুর জেলাসহ সমগ্র বাংলাদেশে ব্যাপক সাড়া জাগায় এবং পরবর্তীতে তার মডেলটি অনুসরণ করে সমবায় বিভাগ হতে সারাদেশে সমবায় বাজার চালু করা হয়। তিনি চান্দ্রা সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছাড়াও ১৫ বছরের বেশি সময় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে পুনরায় নির্বাচিত হয়ে সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
তিনি ওয়ার্ল্ড কাউন্সিল অব ক্রেডিট ইউনিয়নের আমন্ত্রণে ২০২৩ সালে কানাডায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্রেডিট ইউনিয়ন কনফারেন্সে অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ সরকারের মনোনয়নে থাইল্যান্ড এবং অ্যাসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়নস-এর আমন্ত্রণে ইন্দোনেশিয়া ভ্রমণ করাসহ তিনি বিভিন্ন সময়ে সিংগাপুর, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সফর করেন।
তিনি চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল, চাঁদপুর রেডক্রিসেন্ট সোসাইটি এবং চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের আজীবন সদস্য। তিনি বিবাহিত ও ২ সন্তানের জনক।