প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:০২
তারুণ্যের উৎসব
মতলব উত্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন
মতলব উত্তর উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও এলজিইডির আয়োজনে পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লাল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সাইদ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশ্রাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা শাহজাহান মিয়াসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।